আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে চূড়ান্ত ভোটকেন্দ্র, ভোটকক্ষ, ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটার সংখ্যার সংখ্যাগত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বুধবার ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা–৩ শাখা সূত্রে জানা গেছে, চূড়ান্ত হিসাবে সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ মোট ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার- ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার- ১ হাজার ৩০২ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব চূড়ান্ত তথ্যের ভিত্তিতেই গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করা হবে।







