এই খবরটি পডকাস্টে শুনুনঃ
‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’সহ প্রতিযোগিতার সব বিভাগে ভোটিং ও পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন।
তবে মাঝখানে প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর দেশের নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। নানান বিতর্ক ঠেলে তবু লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে ‘পিপলস চয়েস’ প্রতিযোগিদের ভোটযুদ্ধ শেষ হয়েছে বুধবার (১৯ নভেম্বর)। এই ভোটযুদ্ধে শেষ পর্যন্ত মিথিলা রয়েছেন দ্বিতীয় অবস্থানে। এই বিভাগে ‘মিস ইউনিভার্স ফিলিপাইন’ পেয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ভোট, এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা পেয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ভোট!
শুধু পিপলস চয়েস নয়, মোস্ট ফটোজেনিক ও বেস্ট স্কিনসহ আরো কয়েকটি বিভাগেও মিথিলার নাম রয়েছে তালিকার শুরুর দিকে। সম্প্রতি ‘ন্যাশনাল কস্টিউম’-এ বেশ নজর কেড়েছেন মিথিলা। এই বিভাগে এখনও চলছে ভোট, সেখানেও মিথিলার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ‘মিস ফিলিপাইন’ এর সাথে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘মিস ইউনিভার্স’-এর গুগল অ্যাপে প্রবেশ করে দেখা যায়, ‘ন্যাশনাল কস্টিউম’ বিভাগে সবচেয়ে বেশী ভোট পেয়ে এগিয়ে আছেন মিস ফিলিপাইন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার এর মতো, অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ জয়ী মিথিলা, তিনি এখন পর্যন্ত পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ভোট। ২১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত চলবে এই ভোটযুদ্ধ।
বুধবার ‘মিস ইউনিভার্স’ এর মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’–এ দেশকে তুলে ধরেন মিথিলা। সেজেছিলেন ‘দ্য কুইন অব বেঙ্গল’ রূপে!মিস ইউনিভার্সের মঞ্চে যার পরিধানে ছিলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। এই জামদানির গায়ে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা! পবিত্রতা, শান্তি এবং বাঙালির অদম্য চেতনার এই প্রতীকে বুনা কস্টিউমের একাধিক ছবি শেয়ার করেছেন মিথিলা।
‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন,“ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে সর্বপ্রথম বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরলো। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে।”
একই ভিডিওতে মিথিলা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এটা এখন বলে বোঝানো যাবে না। স্টেজে যখন থাকবেন এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করা কতো বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই অনুধাবন করা যায়।”







