টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির পর অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা–কর্মচারীরা।
আজ (৩০ জুন) সোমবার সকালে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এক সংবাদ সম্মেলনে জানান, আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর থেকে সারাদেশের সব ট্যাক্স, ভ্যাট ও কাস্টম হাউজগুলোতে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।
তিনি বলেছেন, গতকাল বিকেল থেকেই সব কাস্টম হাউজগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে যাওয়ায় অপারেশন শুরু হয়েছে। যে কর্মবিরতি ছিল সেটা তারা প্রত্যাহার করায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি কাজ করছে বলে মনে করি। ট্যাক্স, ভ্যাট, কাস্টম হাউজ সবাই কাজ করছে।
তিনি আরও বলেন, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করবো। যে কাজগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করি আর এ ধরনের বড় কোন সমস্যার মধ্য দিয়ে যেতে হবে না।
রাজস্ব কর্মকর্তাদের অতীতের মত দক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে রাজস্ব আদায়ের কাজগুলো চলমান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।







