এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসরে স্বাগতিক পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভী আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে এবং সব দেশের সাথে ভারতও খেলতে যাবে। সোমবার আশাবাদ ব্যক্ত করেছেন নাকভী।
আয়োজন নিয়ে আশাবাদী নাকভী বলেছেন, ‘ভারতীয় দলের আসা উচিত। তাদের আসরটি বাতিল বা স্থগিত হওয়ার মতো কিছু দেখছি না এবং আমরা আত্মবিশ্বাসী যে পাকিস্তান সব দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে।’
‘পাকিস্তানের স্টেডিয়ামগুলো নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত থাকবে এবং টুর্নামেন্টের পরে বাকি যেকোনো কাজ সম্পন্ন করা হবে। অন্যভাবে, আপনি আরও বলতে পারেন যে, আমরা একেবারে নতুন একটি স্টেডিয়াম পেতে চলেছি।’
২৫ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখ আসরটি শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। আসরের ভেন্যু- লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। ২০০৮ সালের পর রাজনৈতিক নানাবিধ জটিলতায় ভারত দল পাঠায়নি পাকিস্তানে।







