চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নির্বাচনে নিষিদ্ধ সুচির রাজনৈতিক দল

KSRM

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)’কে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে মিয়ানমারের সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মিয়ানমারের মোট ৪০টি রাজনৈতিক দল নির্বাচনের জন্য ক্ষমতাসীন সামরিক বাহিনীর দ্বারা ঘোষিত নিবন্ধনের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যার মধ্যে একটি দল হল ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

Bkash July

এবছর জানুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী রাজনৈতিক দলগুলোকে দেশটির নতুন নির্বাচনের আগে একটি কঠোর নির্বাচনী আইনের অধীনে পুনঃনিবন্ধন করার জন্য দুই মাস সময় দিয়েছিল। তবে বিরোধী দলগুলোর মতে, এই আইনের অধীনে নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না।

সুচির দল এনএলডির একজন নির্বাচিত আইন প্রণেতা বো বো উ গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে জানান, “আমরা এমন সময়ে নির্বাচন মেনে নেব না। অনেক রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং জনগণকে সামরিক বাহিনী দ্বারা নির্যাতন করা হচ্ছে।”

Reneta June

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে সুচির দল এনএলডি দেশের সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছিল। কিন্তু তিন মাসেরও কম সময়ের মধ্যে সেনাবাহিনী একটি অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিকে কারাগারে পাঠায় এবং ক্ষমতা দখল করে।

নোবেল বিজয়ী ৭৭ বছর বয়সী নেত্রী অং সান সুচি সামরিক বাহিনীর দায়ের করা রাজনৈতিক মামলার একটি সিরিজে দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৩৩ বছর কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকরা বলছেন, তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্যই অভিযোগগুলো আনা হয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View