চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নৌকার বিরুদ্ধে নয়, আজমত উল্লার বিরুদ্ধে আমার অবস্থান: জাহাঙ্গীর

KSRM

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিটির বরখাস্ত (সাময়িক) সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

মনোনয়ন ফরম সংগ্রহের পরদিন মা জায়েদা খাতুনের পক্ষে মনোনয়ন ফরম জমা দিতে এসে তিনি বলেছেন: নৌকার বিরুদ্ধে আমার অবস্থান নয়। ব্যক্তি আজমত উল্লা খানের বিরুদ্ধে আমার অবস্থান।

Bkash

তিনি বলেন: আমার মা মনে করেছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তাই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার কথা হচ্ছে, শহরকে আমাদের রক্ষা করতে হবে।

এসময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। ষড়যন্ত্র করে না সরালে তিনি সরবেন না।

Reneta June

উল্লেখ্য, ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকায় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন বুধবার পর্যন্ত মোট ১৩ ব্যক্তি মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View