দুই বড় অস্ত্র মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানাকে ছাড়াই বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এসেছে চেন্নাই। ১০ ম্যাচে ১৬ ও ১৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে শীর্ষে রাজস্থান এবং দুইয়ে কলকাতা। চারে ১০ ম্যাচে ১২ পয়েন্টের লক্ষ্ণৌ।
ধর্মশালায় রোববার দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে চেন্নাই ৯ উইকেটে ১৬৭ রান তোলে। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৯ রানের বেশি যেতে পারেনি পাঞ্জাব। ২৮ রানে জেতে চেন্নাই।
চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ২১ বলে ৩২, মিচেল ১৯ বলে ৩০, জাদেজার ৩ চার ও ২ ছয়ে ২৬ বলে ৪৩ রানে দেড়শ পেরিয়ে যায়।
পাঞ্জাবের হয়ে আর্শদীপ ২টি, চাহার ও হার্সাল ৩টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে প্রাভশিমরানের ৩০, শশাঙ্কের ২৭ ও শেষদিকে হারপ্রিতের অপরাজিত ১৮ রানে দেড়শর কাছাকাছি যায় পাঞ্জাব।
চেন্নাইয়ের হয়ে তুষার ২টি, সিমারজিত ২টি ও ম্যাচসেরা জাদেজা ৩ উইকেট নেন।







