
ভারতের জনপ্রিয় মিউজিক কোম্পানি ‘জি মিউজিক’ এরজন্য মিউজিক ভিডিও বানালেন বাংলাদেশের নির্মাতা চন্দন রায় চৌধুরী।
পুরোপুরি হিন্দি গান নির্ভর এই গান ভিডিওটি চলতি সপ্তাহেই জি মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা চন্দন।
বাংলাদেশের বহু জনপ্রিয় মিউজিক ভিডিও তৈরি হয়েছে এই নির্মাতার হাতে। বিশেষ করে তিনি বানান বড় একা একা লাগে, আরাধনা, ধোঁয়া, ফিরে আসো না, এ জীবনে যাকে চেয়েছি’র মতো জনপ্রিয় গানের মিউজিক ভিডিও।
স্বীকৃতি স্বরূপ ‘সেরা মিউজিক ভিডিও নির্মাতা’ হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’র ২০১৮ ও ২০২০-এ দুবার পুরষ্কারও পেয়েছিলেন চন্দন রায় চৌধুরী। এবার দ্বিতীয় বারের মতো হিন্দি গানের মিউজিক ভিডিও তৈরি করলেন।

নতুন এই মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন কলকাতার রাজ বর্মন। কম্পোজিশন করেন নাসিম অর্জুন ওয়াহিদ এবং গানটি লিখেছেন আরাফাত মেহমুদ। সহকারি পরিচালক ছিলেন সরোয়ার রানা। মডেল ছিলেন মুম্বাইয়ে অনিমা কেশপ। গানটির টাইটেল ‘তুম আও দো বারা’। কাশ্মীরের নয়নাভিরাম লোকেশনে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়।
করোনাকালীন কলকাতায় আটকে পড়েছিলেন চন্দন রায় চৌধুরী। তখন রাজ বর্মণের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেখানে থাকালীন এই শিল্পীর কয়েকটি গান ভিডিও তৈরি করেছিলেন চন্দন। তিনি বলেন, তখন হ্যান্ডি ক্যামেরা ও মোবাইলে বানানো একটি গানের ভিডিও প্রায় ছয় মিলিয়ন ভিউ ছাড়ায়।
জি মিউজিকের কাজ প্রসঙ্গে চন্দন বলেন, রাজ বর্মণ জি মিউজিকের সঙ্গে কাজ করছে। তারা আমার কাজগুলো দেখে ইমপ্রেসড হয়। এরপরে জি মিউজিক থেকে আমাকে এই কাজের অফার দেয়া হয়। দিল্লী ও মুম্বাই থেকে ক্রু নিয়ে কাজ করেছি। তারা টেকনিক্যালি অনেক উন্নত। কালার ও টিউন দেখে ও কোয়ালিটি মেনে কাজ হয়েছে। গানের গল্পের সঙ্গে মিলিয়ে ভিডিও তৈরি করেছি। এখানে কাশ্মীরের সৌন্দর্য্য দেখানো উদ্দেশ্য এমনটা নয়।