চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুন্সীগঞ্জে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপ‌জেলার শ্রীনগ‌রের নির্মাণাধীন স্টেডিয়ামের উত্তরপূর্ব ডুমুর গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার নির্মাণাধীন স্টেডিয়ামের উত্তরপূর্ব ডুমুর গাছের থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

Bkash July

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যক্তি স্টেডিয়ামের কোনে ডুমুর গাছের সাথে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। তবে মৃত ওই যুবকের কোন পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে শনাক্তের জন্য শ্রীনগর থানায় রাখা হয়েছে।

Reneta June

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

Labaid
BSH
Bellow Post-Green View