চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তারকাবহুল ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি মুক্তি স্থগিত করা হয়েছিল ইফতেখার শুভ পরিচালিত প্রথম ছবি ‘মুখোশ’। নবীন এই পরিচালক নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে জানালেন, মার্চের ৪ তারিখ মুক্তি দিচ্ছেন ‘মুখোশ’।

Bkash

করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ইফতেখার শুভ। তিনি বলেন, যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণের হার কমছে, সেই হিসেবে চলতি মাসের শেষে আরও কমতে পারে। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। তাই মার্চের ৪ তারিখ ‘মুখোশ’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান। আরও আছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রান রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী।

Reneta June

ইতোমধ্যে মুখোশ এর টাইটেল সং প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে।

পরিচালক জানান, ১৮ ফেব্রুয়ারি আসবে অফিশিয়াল ট্রেলার। এটি পরিচালকের “পেইজ নাম্বার ৪৪” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

 ইফতেখার শুভ বলেন, টাইটেল গান দেখে দর্শক একপ্রকার ধারণা নিচ্ছেন। কিন্তু ট্রেলার দেখে অন্য আরেক ধারণা পাবেন।আবার পুরো সিনেমা দেখলে আরেকরকম স্বাদ পাবেন। গত দুই বছর ধরে কাজটি লালনপালন করেছি। ৪ মার্চ সব ধারণা পাল্টে যাবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View