সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ফয়সাল শাহজি ও মুস্তাফিজ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, এই দুই জন এমপি আনারের কিলিং মিশনে অংশ নেওয়া মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এদিকে, এমপি আনারের মরদেহ শনাক্তে এখনো ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি। একারণে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতা যাওয়ার সময়ও চূড়ান্ত হয়নি।







