
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হেরে রানার্সআপ মেডেল পেয়ে সেটা দর্শক গ্যালারির দিকে ছুঁড়েছেন ‘স্পেশাল ওয়ান’ দাবি করা রোমার কোচ হোসে মরিনহো। বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ঘটনাটি ঘটান তিনি। হারের আগে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির ফাইনালে পাঁচবার উঠে সববারই জিতেছিলেন মরিনহো।
টাইব্রেকারে হারের পর পর্তুগীজ কোচ বলেছেন, ‘একজন প্রশিক্ষক হিসেবে এ কাজ করতে করতে আমি ক্লান্ত, ক্লাবের মুখপাত্র হিসেবে প্রতিবার আমাকে লড়াই করতে হয়।’
রোমায় নিজের ভবিষ্যৎ সম্পর্কেও বলেছেন মরিনহো, ‘এই মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণ নয়। মৌসুম শেষে অবকাশে যাচ্ছি।’
ম্যাচ অফিসিয়ালদের প্রতি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা এমন একটি দলের কাছ থেকে চাপ অনুভব করেছি, যাদের আমাদের থেকে প্রতিভা বেশি। আমরা একটি ম্যাচ হেরেছি, কিন্তু আমাদের সম্মান নয়।’

নির্ধারিত সময়ের খেলা ১-১এ ড্র ছিল। পরে টাইব্রেকারে গড়ায়। সেখানে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর দৃঢ়তায়, যিনি দুটি পেনাল্টি শট ঠেকিয়েছেন, এবং বিশ্বজয়ী গঞ্জালো মন্টিয়েলের ফিনিশিং শটে ৪-১ ব্যবধানে জেতে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
মরিনহোর দর্শকদের উদ্দেশ্যে মেডেল ছুঁড়ে দেয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০০৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে শিরোপা জেতার পর এমন করেছিলেন। মেডেলটা ছিল ডিফেন্ডার রবার্ট হুতের, যা বিরক্ত হয়েই করেছিলেন মরিনহো।