
ভারতের মুম্বাইয়ে ৩৯ দিনের কন্যা সন্তানকে ১৫তলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে হত্যা করেছেন মা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাটি জনসম্মুখে আসলে পুলিশ সেই মা’কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী এই নারী কানে শুনতে পায় না এবং চোখেও দেখতে পান না। মুলুন্দ পশ্চিমের জাভের রোডের একটি বহুতল ভবনের বাসিন্দা সেই মহিলা তার দেড় মাস বয়সি কন্যা সন্তানকে ১৫ তলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এর আগেও একটি সন্তানের জন্ম দেন ওই মহিলা। সদ্যোজাত ওই ছেলে মায়ের দুধ খেতে খেতেই মারা যায়। গত বছরের জুলাইয়ের ওই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তারপরেই এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় পাশের ঘরে শিশুটির চাচা ছিলেন যিনি শব্দ শুনে ছুটে আসেন। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে যান তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যুবরণ করে শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠায় তারা।
বিজ্ঞাপন