পৃথিবীতে একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে আপন আর কেউ নেই। তেমমই একজন সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। সেই মা কতটা হতাশাগ্রস্থ হলে নিজের সন্তানকে মেরে নিজেও আত্মহত্যার পথ বেছে নিতে পারেন! শুনে হয়তো আপনাদের অবাক লাগছে, তবে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে।
২৩ জানুয়ারি বিকেলে ৯ মাসের ছেলে সন্তানকে হত্যার পর কানিজ সুবর্ণা স্বর্ণালী আত্মহত্যা করেন। নিহত শিশুটির নাম নাজিম হোসেন। কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।







