এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দিল্লিতে গৃহকর্মীর ছুরিকাঘাতে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত গৃহকর্মী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, গতকাল বুধবার স্থানীয় সময় রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নিয়োগকর্তা রুচিকা সেওয়ানি (৪২) এবং তার সন্তান দশম শ্রেণীর ছাত্র কৃষ (১৪)। রুচিকা সেওয়ানি তার স্বামীর সাথে লাজপত শহরের বাজারে একটি পোশাকের দোকান পরিচালনা করতেন।
প্রতিবেদনে বলা হয়, নিহতের স্বামী কুলদীপ সেওয়ানি অফিস থেকে ফিরে দরজায় তার স্ত্রী এবং সন্তানকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পায়। রুচিকার লাশ বিছানার পাশে এবং কৃষের লাশ বাথরুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এই জোড়া খুনের ঘটনায় পুলিশ মুকেশ (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেন। তিনি আগে গাড়িচালক এবং সেওয়ানীদের দোকানে সহকারি হিসেবে কাজ করতেন। শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন মুকেশ।
পুলিশ জানায়, রুচিকা সেওয়ানী এবং তার সন্তানকে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মুকেশ। তিনি জানান, মূলত রুচিকায় ধমক দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়।
হত্যার সঠিক কারণ তদন্ত করছেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, ফরেনসিক দল প্রমাণ সংগ্রহে সহায়তা করছে।







