চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৩০টিরও বেশি সরকারি ফি দেয়া যাচ্ছে বিকাশে

KSRM

সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগ-ইন করে সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম নিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সাথে সাথেই গ্রাহকরা চালান ডাউনলোড করতে পারছেন ঘরে বসেই।

মঙ্গলবার বিকাশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোথাও না গিয়ে, লাইনে না দাঁড়িয়ে যখন প্রয়োজন তখনই সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা বদলে দিচ্ছে অটোমেটেড চালান সিস্টেমে গিয়ে বিকাশের মাধ্যমে এই ফি পরিশোধের সুযোগ।

Bkash July

বিকাশ বলছে, এতে যেমন বেঁচে যাচ্ছে সময় ও অর্থ, তেমনি সুবিধাজনক যেকোনো স্থান থেকেই নেয়া যাচ্ছে এই সেবা। পাশাপাশি বিকাশ অ্যাপের পে বিল অপশনের ‘সরকারি ফি’ আইকন থেকেও পরিশোধ করা যাচ্ছে ভুমি সেবা, জাতীয় পরিচয়পত্র, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বেশকিছু সরকারি সেবার ফি।

ফি দেয়ার জন্য অটোমেটেড চালান সিস্টেম-এর (https://ibas.finance.gov.bd/acs) ওয়েবসাইটে লগ-ইন করে নির্দিষ্ট সার্ভিসটি সিলেক্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং অপশনে থেকে বিকাশ সিলেক্ট করে ফি প্রদান করা যাবে। পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক চালান ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।

Reneta June

উল্লেখ্য, অনলাইনে সরকারি সেবা নেয়ার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ সেবা সারাদেশের মানুষের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে সময়মতো সহজেই ডিজিটালি ফি পরিশোধ করে নিরবচ্ছিন্ন সরকারি সেবা নেয়ার অভ্যস্ততাও বাড়ছে সবার মাঝে।

বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও দেয়া যাচ্ছে সব ধরনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবার বিল।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View