৬০ বলের টুর্নামেন্ট খেলতে কানাডায় এখন সাকিব আল হাসান। কানাডা সুপার৬০ আসরের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের প্রথম ম্যাচে নেমেছিলেন। বাংলাদেশ কিংবদন্তির নেতৃত্বে বাজিমাতে আসর শুরু করেছে দল। নিজেদের প্রথম ম্যাচে মিসিসৌগা মাস্টার্সের বিপক্ষে ৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলেছে মন্ট্রিয়াল।
সাকিবের মন্ট্রিয়াল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে মিসিসৌগা ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ে পৌঁছায় মন্ট্রিয়াল। ব্যাটে নামতে হয়নি সাকিবকে, এক ওভার বল করেছেন, উইকেট পাননি, খরচ করেছেন ৯ রান।
ম্যাচসেরা হন মন্ট্রিয়ালের ইসুরু উদানা। তিনি ২ ওভার বল করে তুলে নেন ৪ উইকেট, খরচ করেন ১৬ রান। সাকিব বাদে বাকি হাত ঘুরানো সকলে নিয়েছেন একটি করে উইকেট।
মন্ট্রিয়ালের উইকেটকিপার-ব্যাটার টম মরিস ব্যাটে করেছেন সর্বোচ্চ ১২ বলে ৩১ রান। দিলপ্রিত বাজোয়া করেছেন ২৬, রায়ান হিগিন্স করেছেন ১৬ রান। দুজনই ছিলেন অপরাজিত।








