এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ ২০২৫-২৬ মৌসুমের শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফাইনালে তপু বর্মনের দল মোহামেডানকে হারিয়েছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। চ্যালেঞ্জ কাপের দুই আসরের দুটিতেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বসুন্ধরা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় আসে মোহামেডান। বিরতির আগে দুদল আর কোনো গোল দিতে পারেনি। ৬৩ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয়বার ফাউল করে হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন সোহেল রানা সিনিয়র।
৭২ মিনিটে ম্যাচের ব্যবধান ২-১ করেন রাফায়েল আগুস্ত। ৭৪ মিনিটে সেই ব্যবধান ৩-১ করেন ইমানুয়েল সানডে। ৮৬ মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ, ৪-১ গোলের বিশাল জয় নিয়ে শিরোপার আনন্দে মাতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
গত মৌসুম থেকে শুরু হয়েছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ আসর। এক ম্যাচের ফাইনালের মাধ্যমে শিরোপা উঠে যে কোনো দলের হাতে। গতবার মোহামেডানকে হারিয়ে প্রথমবার চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এবারও ঘটল সেই একই ঘটনা, মোহামেডানকে হারাল বসুন্ধরা।








