মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের হাতিরঝিল-কারওয়ান বাজার অংশটি খুলে দেয়া হয়েছে। ২০১১ সালে একনেকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বুধবার সকালে ফ্লাইওভারের হাতিরঝিল-কারওয়ান বাজার অংশ উদ্বোধন শেষে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, মৌচাক অংশের কাজ ঈদের আগেই শেষ হবে।
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশের ছবি:





