চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যেমন দেখতে মগবাজার-মৌচাক উড়ালসড়কের সোনারগাঁও অংশ

মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের হাতিরঝিল-কারওয়ান বাজার অংশটি খুলে দেয়া হয়েছে। ২০১১ সালে একনেকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বুধবার সকালে ফ্লাইওভারের হাতিরঝিল-কারওয়ান বাজার অংশ উদ্বোধন শেষে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, মৌচাক অংশের কাজ ঈদের আগেই শেষ হবে।

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশের ছবি:

মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের হাতিরঝিল-কারওয়ান বাজার অংশটি খুলে দেওয়া অংশ
ফ্লাইওভারটির নির্মাণ কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে
২০১১ সালে একনেকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের উদ্বোধন করেন।
প্রথম ধাপে প্রকল্পের খরচ ছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। দ্বিতীয় ধাপে এ খরচ নির্ধারণ করা হয় ৭৭২ কোটি ৭৭ লাখ টাকা।
২০১৬ সালের ৩০ মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।