রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন। ৬মে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে ম্যানসিটির বিপক্ষে তার খেলা অনিশ্চিত। তবে ক্রোয়েট মিডফিল্ডার ‘অলৌকিক ডাক্তার’ হিসেবে পরিচিত মারিজানা কোভাচেভিচের শরণাপন্ন হয়ে দ্রুত সেরে উঠছেন। মদ্রিচের দ্রুত মাঠে ফেরার সম্ভাবনাও তাই দেখা দিয়েছে।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বাস মারিজানার। তার কাছে চিকিৎসা নিতে ছুটে গেছেন মদ্রিচ। খেলোয়াড়দের গুরুতর চোট অভূতপূর্ব উপায়ে অল্প সময়ের মধ্যে সারিয়ে তোলার জন্য সার্বিয়ান ‘অলৌকিক ডাক্তার’ হিসেবে খ্যাতি আছে তার।
অস্ট্রেলিয়ান ওপেনের কয়েকসপ্তাহ আগে পেশির চোটে পড়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। স্বল্প সময়ে চোট থেকে সেরে উঠে ২২তম গ্র্যান্ড স্লামও জিতে নেন তিনি।
গ্রেড ওয়ান কিংবা গ্রেড টুয়ের ঊরুর ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত দুই-তিন সপ্তাহ সময় লাগে। মারিজানার অধীনে চিকিৎসা নেয়ায় মদ্রিচের দ্রুতই মাঠে ফেরার আশা জেগেছে। কারণ সার্বিয়ান চিকিৎসক প্লাসেন্টা ক্রিম ব্যবহার করেন। এই ক্রিম লাগালে ক্ষতিগ্রস্ত পেশির টিস্যুগুলো খুব দ্রুতগতিতে সেরে ওঠে। তড়িৎ-চুম্বকীয় প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুতের উচ্চ তরঙ্গ প্রবাহ ব্যবহারে ত্বকেরও কোনো ক্ষতি হয় না।
এদিকে কোপা ডেল রে ফাইনালে মদ্রিচের খেলা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, আমাদের কাছে মদ্রিচের ব্যাপারে ভালো খবর আছে। শনিবারের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকতে পারে।
ধারণা করা হচ্ছে, ওসাসুনার বিপক্ষে মদ্রিচ পুরোপুরি ফিট হতে না পারলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেন।








