চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পুতিনকে যুদ্ধ থামাতে মোদির আহ্বান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে দ্রুততম সময়ে যুদ্ধ শেষ করার আশ্বাস দিয়েছেন পুতিন।

উজবেকিস্তানে চলমান এসসিও আঞ্চলিক সম্মেলনের সাইডলাইনে দুই নেতা বৈঠক করেন। আট জাতির জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও’র সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সমরকন্দে পৌঁছান মোদি। সম্মেলনে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংসহ অন্য নেতারা।

মোদি পুতিনকে বলেন, তার মতে এটি যুদ্ধের সময় নয়। আর পুতিন মোদিকে বলেছেন, যুদ্ধের জন্য ইউক্রেনই দায়ী। তারপরেও যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় সবকিছু করবে মস্কো।