এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ কর্মসূচিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটকও করে পুলিশ। পরে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা।
এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধশত।








