খালেদা জিয়ার জেল জীবনের অত্যাচারকারীদের বিচার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ ১৫ আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া অনেক কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। জেল জীবনে আমরা তার দৃঢ় মনোভাব দেখেছি।
তিনি বলেন, এমনও সময় গেছে, যখন তার খাবারের সঙ্গে ‘বিষ’ জাতীয় কিছু মেশানো হয়েছে বলে আমাদের মনে হয়েছে। তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, তার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, ২০০৮ সালে দলীয় নেতাকর্মীদের চাপে এবং বিশেষ একটি রাজনৈতিক দলের চক্রান্তে খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। তিনি সবসময় দলের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








