ঢাকা প্রিমিয়ার লিগে সাইফ হাসান ও তাইবুর রহমানের জোড়া সেঞ্চুরিতে মোহামেডানের বিপক্ষে ২৫৯ রানের পুঁজি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সংগ্রহ আরও বড় হতে পারেনি মেহেদী হাসান মিরাজের
অবিশ্বাস্য বোলিংয়ের কারণে। মোহামেডান অফস্পিনার ১০ ওভারে মাত্র ১২ রান দেন। যার মধ্যে মেডেন ওভার চারটি। ৫৩টি ডট বল করলেও পাননি উইকেট।
সুপার লিগের প্রথম রাউন্ডে রান দেয়ায় কিপটে ছিলেন আগের ম্যাচে ৫ উইকেট নেয়া নাসুম আহমেদ। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে ২৮ রানে নেন একটি উইকেট। নাসুমের ৪৪টি ডেলিভারি ছিল ডট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান শেখ জামাল ওপেনার সাইফ। ১৪৬ বলে ৭টি চার ৬টি ছয়ে ১২০ রানে রিটায়ার্ড হার্ট হন। তাইবুর ১০২ রানে অপরাজিত থাকেন।
১১৪ বলের ইনিংসে মারেন ৭টি চার, ৩টি ছয়। ৩৭ রানে ২ উইকেট হারানোর পর সাইফ-তাইবুর গড়েন ২১৮ রানের জুটি। ৪৯তম ওভারে ক্লান্তির কারণে মাঠ ছাড়েন সাইফ। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৯ রানে মাঝারি সংগ্রহ পায় শেখ জামাল।








