চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাউথ আফ্রিকার অধিনায়ক হতে চেয়েছিলেন মিলার

সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার মনে করেছিলেন টেম্বা বাভুমার পর টি-টুয়েন্টির নেতৃত্বে তাকে বিবেচনা করা হবে। তবে ওপেনার এইডেন মার্করামকে সেই দায়িত্ব দেওয়ায় দলকে এগিয়ে নিতে তাকে সহায়তা করবেন বলে জানিয়েছেন তিনি।

পচেসস্ট্রুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিলার বলেন, ‘আমি আগ্রহী ছিলাম না এ কথা বললে মিথ্যা বলা হবে।’

‘দলের সঙ্গে যে সময়গুলো পার করেছি এবং যে অভিজ্ঞতা হয়েছে, তা সত্যিই দুর্দান্ত। ঘটনা হচ্ছে আমি অধিনায়ক নই, কারও সঙ্গে আমার তিক্ততাও নেই। দলকে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং এইডেনকেও তার দায়িত্বে সহায়তা করব।’

মার্করাম সম্পর্কে মিলারের বক্তব্য, ‘সে অসাধারণ একজন অধিনায়ক এবং তার মধ্যে সেই দায়িত্ববোধ ও ধৈর্য্য রয়েছে। সাদা বলের কোচ রব ওয়াল্টার আসার পরপর ভালো সমন্বয় করতে পারবে।’

গত ১২ বছর ধরে সাউথ আফ্রিকার হয়ে খেলছেন মিলার। অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে পাকিস্তান, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া আইপিএলে পাঞ্জাব কিংস, ওয়েস্ট ইন্ডিজে বার্বাডোস রয়েলস এবং পার্ল রয়েলসের অধিনাকত্ব করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View