এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজনে ৩২টি মিডিয়া হাউজ নিয়ে শুরু হয়েছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৫ আসর। ‘এইচ’ গ্রুপে খেলছে চ্যানেল আই। খেলার প্রথমদিনে দৈনিক ইত্তেফাককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ঐতিহ্যবাহী চ্যানেলটি।
পল্টনের আউটার স্টেডিয়ামে সকালের ম্যাচে প্রথমার্ধের খেলা ছিল বেশ অগোছালো। এসময় চ্যানেল আই বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্য ড্র থেকে বিরতিতে যায় দুদল।
বিরতির পরপরই প্রথম গোলের দেখা পায় চ্যানেল আই। রাহুল রায়ের অ্যাস্টিস্টে গোল করেন স্ট্রাইকার মিলন মল্লিক। ১-০ গোলে এগিয়ে যায় দলটি। মিনিট তিন পর আবারও গোল এবং সেটিও আসে মিলনের থেকে, এই গোলেও অ্যাসিস্ট করেন রাহুল রায়। পরে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যানেল আই। দুই গোল করে ম্যাচসেরা হন মিলন মল্লিক।








