এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আটলান্টার বিপক্ষে প্লে-অফের তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে জিতে এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। দ্বিতীয় ম্যাচে এসে শেষ মুহূর্তের গোলে হারের মুখ দেখতে হয়েছে লিওনেল মেসিদের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপের (এমএলএস) সেমিফাইনালের টিকিট কাটতে তাই অপেক্ষা বেড়েছে শেষ ম্যাচের জন্য।
আটলান্টার মাঠে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রোববার সকালে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে মিয়ামি। ৪০ মিনিটে হেক্টর মার্টিনেজের গোলে ১-০তে এগিয়ে যান মেসিরা। ৫৮ মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস।
খেলা চলছিল ১-১ সমতায়। ৮৯ মিনিটে আটলান্টার বদলি হিসেবে নামেন জান্ডে সিলভা। ৯৪ মিনিটে ৩ গজ দূর থেকে দারুণ শটে বামপাশ দিয়ে মিয়ামির জালে বল পাঠান তিনি। ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি মিয়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
১০ নভেম্বর আবারও মুখোমুখি হবে মিয়ামি-আটলান্টা, সেই ম্যাচে যারা জিতবে সেমিফাইনালে টিকিট কাটবে তারাই।








