এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চোটে সপ্তাহের শুরুতে অনুশীলনে থাকতে পারেননি। বুধবার ও বৃহস্পতিবার ছিলেন নিয়মিত অনুশীলনে। কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মেসি এমএলএস কাপের প্লে-অফ ম্যাচের জন্য শতভাগ ফিট। খেলবেন পুরো ম্যাচেই।’
ন্যাশভিল এফসির বিপক্ষে প্লে-অফ ম্যাচে শনিবার ভোরে মাঠে নামবে ইন্টার মিয়ামি। মেসি পিঠের পেছনে অস্বস্তিতে পড়ায় ছিলেন না অনুশীলনে, নিশ্চিত করেছেন মাশ্চেরানো।
মাশ্চেরানো বলেছেন, ‘মেসি সপ্তাহের শুরুতে চোটের জন্য যেভাবে অস্বস্তি নিয়ে অনুশীলন করেছেন। বৃহস্পতিবারের অনুশীলনে তা চোখে পড়েনি। দলের সঙ্গে অনুশীলনে ছিলেন পুরো সেশন। ৯০ মিনিটের বেশি সময়ই খেলার জন্য তিনি প্রস্তুত।’
এরইমধ্যে গতরাতে আর্জেন্টাইন মহাতারকা চুক্তি বাড়িয়েছেন ইন্টার মিয়ামির সঙ্গে। ২০২৮ পর্যন্ত মিয়ামিতে থাকবেন মেসি।







