এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলা গড়ানোর কথা থাকলেও তা হয়নি। কলম্বিয়া সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে দেরি হচ্ছে শুরুতে। প্রথমে ৩০ মিনিট পর শুরুর কথা থাকলেও পরে তিন দফায় আরও ৫০ মিনিট বাড়ানো হয়। সকাল ৭টা ২০ মিনিটে শুরু হবে শিরোপা মহারণ।
স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়েন মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী দল। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা করেন। ফলে স্টেডিয়াম গেটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা টিকিটবিহীন কলম্বিয়ান সমর্থকদের উপর চড়াও হন। তবুও অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে। আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাইনাল গড়ানোর সময় পিছিয়ে দেয়া হয়।








