বার্সেলোনায় ফিরে গত মৌসুমে শেষটা তেমন রাঙাতে পারেননি দানি আলভেজ। ইচ্ছা থাকলেও তাই প্রিয় ক্লাবের সাথে আরেকটা মৌসুম থাকা হল না ব্রাজিলিয়ান তারকার। নতুন মৌসুমের আগে খুঁজে নিতে হল নতুন ঠিকানা। মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দিয়েছেন ৩৯ বর্ষী ডিফেন্ডার।
ফ্রি ট্রান্সফারে পুমাসে গেলেন আলভেজ। চুক্তির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে মেক্সিকান ক্লাবটি।
২০০৮ সালে প্রথম মেয়াদে বার্সেলোনায় আসেন আলভেজ। সে যাত্রায় টানা ৮ বছর স্বপ্নের মতো কাটিয়েছেন ন্যু ক্যাম্পে। ৬ বার লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অনেক শিরোপা।
২০১৬তে বার্সা ছাড়ার পর কোথাও গিয়ে স্থায়ী হতে পারেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার। জুভেন্টাস, পিএসজি ঘুরে ২০১৯ সালে যান ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে। বকেয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলায় গত বছর সেপ্টেম্বরে সেখানে চুক্তি বাতিল করেন ৩৯ বর্ষী তারকা।
সবশেষ মৌসুমে বার্সোলোনার হয়ে লা লিগায় ১৪ ম্যাচে খেলেন আলভেজ। গত মাসে বার্সায় তার দ্বিতীয় অধ্যায়ের চুক্তির মেয়াদ শেষ হয়।








