ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রচারকে কেন্দ্র করে নীতি মেনে চলার লক্ষ্যে ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন মেটা কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার প্রতিরোধে মেটার রাজনৈতিক বিজ্ঞাপনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিলেন ইউরোপের আইন প্রণেতারা। বিধিনিষেধ লঙ্ঘনের জন্য মেটাকে তাদের বিশ্বব্যাপী টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটার নির্বাহী কর্মকর্তারা বলছে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অনেক বিস্তারিত হবে যা রাজনৈতিক প্রচারণা গুলোকে সহজ করে দিবে।

গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশন মেটাকে সতর্ক করে বলে, মেটার বিজ্ঞাপন ব্যবস্থা রাজনৈতিক প্রচারণাকে বিকৃত করছে। পাশাপাশি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করছে।
তবে এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স মেটার কাছে জানতে চাইলে এই বিষয়ে কিছু মন্তব্য করে নাই প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন