বিশ্বকাপের কোয়ার্টারে নেদারল্যান্ডস তারকা ওউট ওয়েঘর্স্ট ও কোচ লুইস ফন গালের সঙ্গে যে আচরণ করেছিলেন লিওনেল মেসি, সেটা নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় ডাচ ফরোয়ার্ডকে সরে যেতে বলেছিলেন মেসি। ওসব আচরণের জন্য পরে অনুতপ্ত হওয়ার কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন মেসি। নেদারল্যান্ডস ম্যাচে ওঠা বিতর্ক প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন, ‘আমি কোনকিছু ভেবে বলিনি। মুহূর্তেই এটি বেরিয়ে এসেছে।’
অনেকেই ধারণা করেন ফন গাল ও ওয়েঘর্স্টের সঙ্গে মেসির এমন আচরণ উদ্দেশ্যপ্রণীত। কেননা ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা দলকে হেয় করছিলেন ডাচ কোচ।
‘খেলার আগে তিনি যা বলেছিলেন, সবই জানতাম। এমনকি আমার কিছু সতীর্থ আমাকে বলেছিল তুমি কি দেখেছ, উদ্দেশ্যমূলকভাবে তিনি কী বলেছেন।’

‘একপক্ষ যেভাবে প্রতিক্রিয়া দেখায় অপরপক্ষও সেভাবে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু সেদিন কিছুই পরিকল্পিত ছিল না। আমি যা করেছি, তার জন্য দুঃখিত। আমি নিজেও এমনকিছু পছন্দ করি না। উত্তেজনার কারণে বিষয়গুলো খুবই দ্রুত ঘটেছে।’ বলেছেন মেসি।