চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘এটাই’- এই এক শব্দে সহধর্মিণীকে যা বুঝিয়েছিলেন মেসি

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শেষ পেনাল্টিটি নিয়েছিলেন নাহুয়েল মন্টিয়েল। ফরাসি গোলকিপার লরিস পরাস্ত হতেই শিরোপার উল্লাসে মাতে আর্জেন্টিনা। আনন্দঘন মুহূর্তটিতে সহধর্মিণী আন্তোনেল্লা রোকুজ্জোর প্রতি ইঙ্গিত করে মেসি বলছিলেন ‘এটাই’। যা ভাইরাল হয়ে যায় দ্রুতই। সেই ভঙ্গীর ব্যাখ্যা দিয়েছেন মেসি।

আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন মেসি। এসে রোকুজ্জো প্রসঙ্গও, “আমি আন্তোনেল্লাকে বলেছিলাম ‘এটাই’। যা অনেকটা সময় অতুলনীয় কষ্টের পরে শেষ হয়েছে। এমনও সময় ছিল আমি অনেক কষ্টে ছিলাম। জাতীয় দলের হয়ে অনেক পরাজয়, অনেক হতাশা। আমি সবধরনের সমালোচনার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমার পরিবার আমার মতোই বা তারও বেশি কষ্ট পেয়েছিল।”

‘আমাকে নিয়ে অনেক অনৈতিক কথা বলা হয়েছিল। এমনকি ফুটবলের বাইরেও। যা আমাকে বিরক্ত করেছিল। এ জয় ছিল সমালোচনার বৃত্ত বন্ধ করার মতো। আমরা কোপা আমেরিকা জিতেছি, আমরা বিশ্বকাপ জিতেছি, এটাই। আর কিছু বাকী নেই।’

বিশ্বকাপ জয়ের মিশনে সন্তানদের উন্মাদনার বিষয়েও বলেছেন মেসি, ‘আমার এবং আমার পরিবারের জন্য অবিশ্বাস্য একটা মাস ছিল বিশ্বকাপ। থিয়াগো তো প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে কেমন উদযাপন করেছে, কতটা দুশ্চিন্তায় ছিল, তা সবাই দেখেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সে কেঁদেছে।’

‘সৌদি আরব ম্যাচে হারের পর মাতেও সমীকরণ কষেছিল। চিরো এসব একটু কম বোঝে, কিন্তু বাকি দুজন সমর্থকদের মতো এসব নিয়েই পড়ে ছিল। প্যারিসে ফেরার পর কাতারের সেসব দিন খুব মনে পড়েছে।’