নতুন মৌসুমে পিএসজি জার্সিতে লিওনেল মেসিকে দেখা যাবে না, এমন আলোচনা ইউরোপে। প্যারিসে চুক্তি না বাড়ানোর সেসব আলোচনার মধ্যেই পার্ক ডে প্রিন্সেসের ক্লাবটির আগামী মৌসুমের হোম জার্সির প্রচারে দেখা গেল বিশ্বজয়ী মহাতারকাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারিস সেইন্ট জার্মেইনের করা পোস্টে দেখা গেছে- নেইমার, হাকিমি, ভেরাত্তিসহ পিএসজির নারী ফুটবলাররাও প্রচারণা করছেন নতুন জার্সির। সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ৩০ নম্বর জার্সি পরে প্রচারণায় অংশ নিয়েছেন।
আগামী ৩০ জুন মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ফরাসি ক্লাবটির সাথে। স্প্যানিশ বার্সেলোনার প্রধান আগ্রহে আছেন মেসি। সাবেক ক্লাবে ফিরতে পারেন, সেই খবরের মাঝে সৌদি প্রো লিগের দল আল হিলালও আকর্ষণীয় প্রস্তাব দিয়ে বসেছে মেসিকে।







