চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিএসজি যেন ডুবন্ত তরী, গালতিয়ের দিকহারা নাবিক

মার্শেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামার আগে লিগে মোনাকোর বিপক্ষে পরাজয়, দুশ্চিন্তার মধ্যেই আছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরেছেন নেইমাররা। এই ম্যাচে মেসি ছিলেন না চোটে, এমবাপে চোটে সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাইরে। পিএসজির দুশ্চিন্তার কারণের যেন শেষ নেই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দুর্দান্ত সব জয় নিয়ে মৌসুম করলেও বিশ্বকাপের পর ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না ফরাসি ক্লাবটিতে। এরমাঝেই দুয়ারে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় বায়ার্নের বিপক্ষে ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠে খেলা ফরাসি জায়ান্টদের।

মোনাকোর বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘ম্যাচে গভীরতার অভাব ছিল। এটাই দলের বর্তমান অবস্থা। এসব এখন লুকিয়ে রাখার সুযোগ নেই। পিএসজি ম্যানেজার হিসেবে বলাটা উদ্ভট মনে হলেও এটাই বাস্তবতা। একটি দুর্বল স্কোয়াড নিয়ে আমাদের ব্যস্ত সূচি পার করতে হচ্ছে। সমর্থকদের ক্ষোভ বুঝতে পারি, কিন্তু এই কঠিন সময়ে আমাদের ঐক্য দরকার।’

বিশ্বকাপ বিরতির পর পিএসজির হয়ে লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপে একসঙ্গে কেবল এক ম্যাচে নেমেছেন। সবশেষ চার ম্যাচের কোনটিতেও ছিল না তিন তারকার জুটি। চোটের কারণে বাইরে থাকা ২৪ বছর বয়সী এমবাপেকে বায়ার্নের বিপক্ষে দেখা যাবে না, গালতিয়েরের কণ্ঠে জানা গেল তা অনেকটা নিশ্চিতই।

‘এমবাপে খেলতে পারবে বলে মনে হচ্ছে না। বেঞ্চে যারা আছে তারাই এখন ভরসা। আমরা এমবাপেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। ভেরাত্তি, মেসি এবং বেঞ্চে থাকা অন্যরা খেলবেন বলে আশা করি।’

সবশেষ ৫ ম্যাচে ৮ গোল হজম করেছে পিএসজি। প্রতি ম্যাচে গোল হজমের চিত্র বলে দেয় রক্ষণেও ধুঁকছে দলটি। গালতিয়েরও সেটা মানছেন, ‘বিশ্বকাপের পর আমরা বেশকিছু গোল হজম করেছি। আমাদেরকে রক্ষণের ভারসাম্য ফেরাতেও মনযোগী হতে হবে।’

বিশ্বকাপের পর খেলতে নেমে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সেই নিষেধাজ্ঞার পর চোটে পড়েন। চোট কাটিয়ে ফিরলেও সেরাছন্দে নেই ৩১ বছর বয়সী তারকা। অন্যদিকে মহাতারকা মেসিও ছিলেন না মোনাকোর বিপক্ষে। এমন বাস্তবতায় তারকাদের বিকল্প খেলোয়াড় না থাকাও দুর্দশা বাড়াচ্ছে।

মৌসুমের শুরু থেকেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দিকে নজর গালতিয়ের। নকআউটের আগে এসে জানালেন হতাশার কথা, ‘আমি মঙ্গলবারের (বায়ার্ন মিউনিখ) ম্যাচ নিয়ে চিন্তিত। খারাপ কিছু চিন্তা করতে না চাইলেও মনে হচ্ছে ওই ম্যাচে গুরুতর কিছুই হবে। আমাদের বর্তমান দলটি খুবই দুর্বল।’