সপ্তাহ দুয়েক আগে সিয়াটল সাউন্ডার্সের কাছে লিগস কাপের ফাইনালে ৩-০তে হেরে শিরোপামঞ্চ থেকে ফিরতে হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে। সেই সিয়াটলের বিপক্ষে কিংবদন্তি মেসির গোল-অ্যাসিস্টে জয়ে ফিরেছে মিয়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) বুধবার চেজ স্টেডিয়ামে স্বাগতিক মিয়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে সিয়াটল সাউন্ডার্সকে। ম্যাচের শুরুতেই মেসির পায়ের জাদুতে এগিয়ে যায় মিয়ামি। ১২ মিনিটে তার দারুণ আউটসাইড-ফুট পাসে ফাঁকা জায়গায় বল পান জর্ডি আলবা। তিনি সহজ গোলে দলকে এগিয়ে দেন।
২৮ মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়েছিলেন ৩৮ বর্ষী মেসি। সার্জিও বুসকেটসের লং বল পেয়ে বাম পায়ে শট নেন তিনি, পোস্টে লেগে ফিরে আসে বল। অবশেষে তিনি জালের দেখা পান ৪১ মিনিটে। আলবার পাস থেকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান মেসি। ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিবাহিনী।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় মিয়ামি। রদ্রিগো ডে পলের কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে। ৩-০তে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। ৬৯ মিনিটে সিয়াটলের হয়ে একটি গোল শোধ দেন মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস। ৭৬ মিনিটে মেসি আরও একটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
গত ম্যাচে শার্লটের কাছে হেরে কনফারেন্স টেবিলে পিছিয়ে পড়েছিল মিয়ামি। সিয়াটলের বিপক্ষে জয়ে মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে পাঁচে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে এখনও পিছিয়ে ৮ পয়েন্টে, তবে হাতে আছে বাড়তি তিন ম্যাচ। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৪৫ পয়েন্টে চারে নেমে গেছে সিয়াটল।
শনিবার ইন্টার মিয়ামি মুখোমুখি হবে ডিসি ইউনাইটেডের।







