এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাজারে হাইড্রেশন পানীয় আনার ব্যাপারে বেশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি। গত মাসে ফ্যাক্টরিও দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল মেসির সেই পানীয়। এবার বাজারে আসতে চলেছে তা। ‘মাস+’ নামে চারটি ভিন্ন ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে পানীয়টি। প্রতিটি ফ্লেভারের নাম দিয়েছেন ফুটবলের সঙ্গে মিল রেখে।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ‘মাস+’ নামে চারটি ফ্লেভারই পাওয়া যাবে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে। তারই একটি ফ্লেভারের দিয়েছেন ব্যালন ডি’অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই নাম দেয়া হয়েছে অরেঞ্জ ডি’অর নামে।
বাকি তিন ফ্লেভারের নামের সঙ্গে ফুটবলের সম্পৃক্ততা খুঁজে পাবেন ফুটবল প্রেমীরা। বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মিয়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ।

পানীয়ের নাম ‘মাস+’ রাখার ব্যাপারে মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে ‘+’ চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

মেসির এই হাইড্রেশন ড্রিংকে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী ১৩ জুন। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।








