এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বহু খেলোয়াড়ের স্বপ্নের ক্লাব বার্সেলোনা, একটা সময় বার্সা ছিল লিওনেল মেসির ঘর। অনেকের ধারণা ছিল মেসি হয়তো অবসর নেবেন বার্সার জার্সিতেই। তবে অশ্রুশিক্ত নয়নে কাতালান ক্লাব ছেড়েছেন ২০২১ সালে। প্রায় চার বছর পর মেসির বার্সার ছাড়ার কারণ জানিয়েছেন ক্লাবটির সাবেক সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে। তার দাবি, বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার উপরে রাগ করেই ক্লাব ছেড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জর্ডি। যেখানে তিনি মেসির বার্সা ছাড়ার যাবতীয় সব খোলাশা করেন। বলেছেন, ‘আমি জানি, এবং তৃতীয় পক্ষের মাধ্যমেও আমি নিশ্চিত হয়েছি। যেভাবে তার বিদায় হয়েছিল, সেটি তার পরিবারের কাছে অসম্মানজনক ছিল। মেসি আমাদের জন্য যা করেছেন, সেটার তুলনায় আমরা তার জন্য কিছুই করতে পারিনি। শুধু মাঠে নয়, অর্থনৈতিক দিক থেকেও তিনি ক্লাবকে অসাধারণভাবে সমৃদ্ধ করেছেন। সবচেয়ে বড় সমস্যা হত মেসিকে ছাড়া ট্যুরে এবং পার্থক্য দেখা যেত মেসিসহ ট্যুরের মধ্যেই।’
মেসির বার্সেলোনা ত্যাগের মূল কারণ ছিল, লাপোর্তার চুক্তি নবায়ন নিয়ে ভঙ্গ করা প্রতিশ্রুতি। বলেছেন, ‘লাপোর্তা তাকে নতুন চুক্তির আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত রক্ষা করেননি। এ কারণে মেসি ও তার পরিবার লাপোর্তার ওপর রাগান্বিত হয়েছিল। মেসি এমন একজন খেলোয়াড়, যার সাথে খেলার জন্য অনেকই বার্সার হয়ে খেলতে চায়।’
এমনকি আর্থিক জটিলতায় নেইমারও বার্সা ছেড়ে পিএসজিতে চলে যায়। জর্ডি বলেছেন, ‘মেসি সরাসরি আমাকে বলেছিল, সে নেইমারকে দলে চায়। সে জানত নেইমার তার মাঠের সঠিক সঙ্গী। কিন্তু নেইমারের বিদায়ে সম্পর্কে সে কিছু জানত না, এমনকি সে সময় বার্সেলোনা দলেরও কেউ জানত না। মেসির বিয়েতে একসঙ্গে টেবিলে বসেও সে কিছু বলেনি। নেইমারকে তিনি দলে চেয়েও তিনি তা পাননি।’








