এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে নতুন করে তিন বছরের জন্য চুক্তি সেরেছেন লিওনেল মেসি। সে অনুযায়ী ৪১ বছর বয়স পর্যন্ত মিয়ামির হয়ে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের এবেলায় এসেও লম্বা চুক্তির আত্মবিশ্বাস জুগিয়েছেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনা থেকে, বলছেন মেসি।
মিয়ামিতে চুক্তি নবায়ন প্রসঙ্গে মেসি বলেছেন, ‘সত্যি বলতে এবছর আমি ভালো অনুভব করছি। মিয়ামিতে পরিবার নিয়ে বসবাসে খুশি আমি। মেজর লিগে চলতি মৌসুম শক্তিশালী রূপেই শেষ করেছি। আসলে শারীরিক ও মানসিক ভাবে ভালো আছি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
ফোর্বসের তথ্যে, মেসির মিয়ামিতে আসার পর ক্লাবটিরও ভ্যালু বেড়েছে দ্বিগুণ। এমনকি স্টেডিয়ামেও বেড়েছে ভক্ত-সমর্থক। ২০২৫ সালে মিয়ামির খেলা দেখতে ১১ মিলিয়নের বেশি সমর্থক মাঠে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফলোয়ার বেড়েছে অনেক। ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়ে এক মিলিয়ন থেকে হয়েছে ১৮ মিলিয়ন।
ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ৫০ গোলে অবদান রেখেছেন মেসি। যা লিগটির ইতিহাসে সর্বোচ্চ। ৩১ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯ গোল।








