চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনুশীলন বাদ দিয়ে জিমে মেসি-ডি মারিয়ারা

আগের দিন অনুশীলনে আসলেও শুধু হেঁটেই সময় পার করেছিলেন লিওনেল মেসি। শুক্রবার দেখাই গেল না আর্জেন্টাইন ফুটবলের জাদুকরকে। লিওনেল স্কালোনির ক্যাম্পে ছিলেন না ডি মারিয়া, লিয়ান্দ্রো পারদেসের মত তারকারাও। তাতেই গুঞ্জন চড়েছিল, ঠিক কি হয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে!

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মতে, দলে চোট সমস্যা এড়াতে তারকা খেলোয়াড়দের অনুশীলন ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। ট্রেনিং না করলেও মেসি-ডি মারিয়ারা সময়টুকু জিমে কাটিয়েছেন। কাতার বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর মাঠে তাই আর্জেন্টিনা তারকারা ছিলেন না।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এএফএ জানিয়েছে, অধিনায়ক মেসি ও আরও চার তারকা রদ্রিগো ডে পল, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো পারেদেস ও অ্যাঙ্গেল ডি মারিয়ারা ছিলেন বিশ্রামে। আলাদাভাবে কাটিয়েছেন জিম সেশন। শুক্রবারের অনুশীলনে ছিলেন না লিসান্দ্রো মার্টিনেজ ও হুয়ান ফয়েথও।

জিওভান্নি লো সেলসেওর পর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দুই স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়া। তাতেই টনক নড়েছে আর্জেন্টিনার। বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপে খেলোয়াড়দের ফিট পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন আলবিসেলেস্তের কোচ স্কালোনি।

গত বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরব আমিরাতকে ৫-০ গোলে হারানোর পর আর্জেন্টাইন কোচ কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, কিছু খেলোয়াড় ১০০ ভাগ ফিট নয়। কয়েকটি ছোট সমস্যা রয়েছে। স্কোয়াডের মেসি, ডি মারিয়া ও দিবালারা রয়েছেন কিছুটা চোটশঙ্কায়।

টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা গ্রুপ সি থেকে লড়বে শিরোপার জন্য। ২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর তাদের গ্রুপপর্বের শেষ প্রতিপক্ষ পোল্যান্ড।