এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভক্তদের মাঝে প্রায়ই একটি বিতর্ক ওঠে- কে সর্বকালের সেরা, বিশ্বজয়ী লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। তর্ক চলতেই থাকে। এই বিষয়ে কথা বলেছেন মেসি-রোনালদোর সাথে খেলা উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।
স্প্যানিশ সংবাদমাধ্যমে কদিন আগে পাঁচবারের ব্যালন ডি’অর ও ইউরোজয়ী রোনালদো মনের দুয়ার খুলে দিয়েছিলেন। পর্তুগিজ তারকা বলেছিলেন, তিনিই সর্বকালের সেরা। তবে মেসি এখনও তেমন কোনো দাবি করেননি নিজে থেকে।
৩৬ বর্ষী ডি মারিয়ার এ বিষয়ে বলছেন, ‘রোনালদো আসলে সবসময় এমন দাবি করতে থাকেন, তিনি সবসময় সেরা হওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত; তিনি এমন প্রজন্মে জন্মগ্রহণ করেছেন যেখানে মেসি নামের আরেক খেলোয়াড় রয়েছেন, যিনি যা ধরেছেন সেটাই স্বর্ণে পরিণত হয়েছে।’
‘বাস্তবতা সংখ্যায় প্রদর্শিত হয়। একজন আটটি ব্যালন ডি’অর জিতেছেন এবং অন্যজন পাঁচটি। আরেকটি বড় পার্থক্য হল একজন বিশ্বকাপ জিতেছেন। এ দুই খেলোয়াড়ের আরও বেশকিছু পার্থক্য রয়েছে। যদি কেউ মেসির প্রতিটি মিনিটের খেলা দেখে, মনে হবে যেন তিনি তার বাগানে খেলছেন।’
ডি মারিয়া রোনালদো এবং মেসি দুজনের সাথেই খেলেছেন। রিয়াল মাদ্রিতে থাকা অবস্থায় চার বছর সিআর সেভেনের সাথে এবং বয়সভিত্তিক দল থেকে আর্জেন্টিনা দলে অবসরের আগ পর্যন্ত মেসির সাথে খেলছেন মারিয়া।







