
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে সাত গোল হজম করার পর মেসি প্রশংসা করায় বেশ খুশি কুরাসাও গোলকিপার এলয় রুম। বলেছেন, মেসি আমাকে বলেছে ভালো সেভ দিয়েছি।
সাত গোল হজম করার ম্যাচে বুধবার নয়টি সেভও করেছেন রুম। পরে বলেছেন, ‘আমি মেসির জার্সি পেয়েছি, এটা আমার কাছে বিশেষ উপহার। আমার একটি স্বপ্ন সত্যি হল, আমি মেসির বিপক্ষে খেলেছি।’
‘মেসির বিপক্ষে খেলা কঠিন এবং এটা কঠিন ছিল, আমার বিপক্ষে তিনি কিছু গোলও করেছেন, আমি তার কিছু ভালো শটও ঠেকিয়েছি। খেলা শেষে তিনি আমাকে বলেছেন যে আমি কিছু ভালো সেভ দিয়েছি, যেটা আমার কাছে অনেককিছু।’ মেসির বিপক্ষে খেলা নিয়ে বলেছেন রুম।

বিশ্বজয় শেষে আর্জেন্টিনা প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নামে। দ্বিতীয় ম্যাচে কুরাসাওর বিপক্ষে খেলে মেসির আর্জেন্টিনা।