চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির বার্সায় ফেরার বিষয়ে কথা হচ্ছে

বলছেন ভাইস প্রেসিডেন্ট রাফা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে পুনরায় বার্সেলোনাতে ফেরানোর জন্য চলছে আলোচনা। বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফা ইয়োস্তি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বার্সায় মেসির ফেরার বিষয়ে রাফা বলেছেন,‘আমি ওই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম দুঃখজনকভাবে যেটা সফল হয়নি। আমি এখনও হতাশ, কারণ লিও তার ক্লাবে খেলতে পারছে না। আমরা মাসিয়া একাডেমি বা যুব দলের কথা বললে লিওর কথা চলে আসে। ১২ বছর বয়সে সে এসেছিলো। অবশ্যই তাকে ফেরাতে পারলে ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমি এটা বলছি। আমাদের সমর্থকেরাও বিষয়টিকে ভালোভাবে নিবে। তাকে ফেরাতে আমরা মেসি, তার বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করছি।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির বিশ্বকাপ জয়ের পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন। তবে এখনও কোন চুক্তি হয়নি। যদি তাই হয় তাহলে গ্রীষ্ম মৌসুম শেষে ফ্রি এজেন্ট হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর সমর্থকেরা হয়তো আবার বার্সেলোনার জার্সিতে দেখবে মেসিকে।