চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১২ বছরের মেসিকে যা বলেছিলেন ‘বিশ্বকাপজয়ী মেসি’

ফেভারিটের তকমা নিয়ে কাতার বিশ্বকাপে নেমেছিল মেসির আর্জেন্টিনা। ছিল টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। যাতে আঘাত হানে সৌদি আরব, প্রথম ম্যাচেই হেরে বসে আলবিসেলেস্তেরা। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কাও পেয়ে বসে স্কালোনি শিষ্যদের। পরের গল্পটা সবারই জানা। দীর্ঘ ৩৬ বছরের খরা ঘুরিয়ে তৃতীয়বারের মতো ঘরে তোলে বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের প্রায় দেড়মাস পর স্মৃতিচারণ করেছেন মেসি। আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে বিভিন্ন দিক তুলে কথা বলেছেন। সেখানে ১২ বছর বয়সী বার্সেলোনার সেই মেসির কথাও এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন মেসি যা বলেছিলেন ছোট্ট মেসিকে আছে সেই গল্পও।

Bkash July

‘অসাধারণ কিছু অপেক্ষা করছে তোমার জন্য, যা চিন্তাও করতে পারবে না। পেশার ক্ষেত্রে একটি সুন্দর পথ হলেও সেখানে কিছু কঠিন মুহূর্ত থাকবে। কিন্তু আশা ছাড়া যাবে না। কারণ অসাধারণ সেই পুরস্কারটি জীবনের শেষে পাবে যার প্রতিক্রিয়া হবে অভাবনীয় সুন্দর। সিনেমার কাহিনীর মতো, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল এমন।’

Labaid
BSH
Bellow Post-Green View