চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশকে স্মরণ করলেন বিশ্বজয়ী মেসি

বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। নজর এড়ায়নি বিশ্বজয়ী কিংবদন্তি লিওনেল মেসিরও। সেই সুখস্মৃতির দেড়মাস পেরিয়ে বাংলাদেশের কথা স্মরণ করলেন মহাতারকা ফরোয়ার্ড। বলেছেন, ‘আমি বাংলাদেশের সমর্থন দেখেছি।’

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদযাপন নিয়ে আলোচনার সময় উঠে আসে বাংলাদেশের সমর্থকদের কথাও।

Bkash July

‘হ্যাঁ, আমি বাংলাদেশের সমর্থন দেখেছি। সবখানে ১০ নম্বর জার্সি। ফাইনালের আগে সোফি মার্টিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে তা দেখিয়েছিল। মেসি নামাঙ্কিত আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

‘এমনকি বিশ্বকাপে আমরা আরও অনেককিছু দেখেছি। আর্জেন্টিনার মানুষদের সঙ্গে যোগ দিতে অন্যদেশের মানুষকেও হারিয়েছিল তারা। আর্জেন্টিনার জয় তারা উন্মাদনার সঙ্গে উদযাপন করেছিল।’

Reneta June

বিশ্বকাপের সময় বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন কোচ স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও টুইটারে বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছিল।

ISCREEN
BSH
Bellow Post-Green View