মাসের শুরুতে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে নেমে চোটে পড়েছেন লিওনেল মেসি। আপাতত মাঠের বাইরেই আছেন। চোট নিয়ে মিয়ামির পক্ষ থেকে পরিষ্কার কিছু না জানালেও শঙ্কা ছিল লম্বা সময়ের জন্যই ছিটকে পড়ার। তবে ইন্টার মিয়ামির জন্য সুখবর, মাঠে ফিরতে প্রস্তুত বিশ্বজয়ী মহাতারকা। মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বিষয়টি নিশ্চিত করেছেন।
চেজ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই মেসিকে দেখা যাবে।
১৩ আগস্ট দলের অনুশীলনে ফেরেন মেসি। লড়াইয়ে নামার জন্য প্রস্তুত মেসি প্রসঙ্গে মাশ্চেরানো বলেছেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে শনিবারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’
২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছেন মেসি। ম্যাচের ১১ মিনিটে নেকাক্সার দুই ডিফেন্ডার একসাথে ট্যাকেল করেন মেসিকে। নেকাক্সার পেনাল্টি বক্সে লুটিয়ে পড়েন ৩৮ বর্ষী মহাতারকা। সেসময় মেডিকেল টিমের সাথে মাঠ ছাড়তে হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত তিনি খেলেছে ৩৩ ম্যাচ। যার মধ্যে দুটি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে। বাকি ম্যাচ খেলেছেন মিয়ামির হয়ে।







