চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসির বিশ্বকাপজয়ী জার্সি নিলামে উঠছে

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে যে জার্সিগুলো গায়ে জড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তা নিলামে উঠছে। পাওয়া অর্থ বার্সেলোনায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় খরচ করা হবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে নিলাম চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

অনলাইনে নিলামের আয়োজন করবে সোথবি’স নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠান। আয়োজকরা আশা করছে, বিশ্বজয়ী ফুটবলারের জার্সিগুলোর জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার দাম পাওয়া যাবে।

এসি মোমেন্টো খেলাধুলার অনুরাগীদের জন্য একটি মোবাইল অ্যাপ যা ক্রীড়াবিদদের পরিহিত সামগ্রী সংগ্রহ ও বিক্রি করে। এবার প্রাপ্ত অর্থ তারা স্যান্ট জোয়ান ডে ডিউয়ের ইউনিকাস প্রজেক্টে এবং লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বার্সেলোনার শিশুদের সহায়তায় প্রদান করবে। যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় খরচ করা হবে।

সোথবি’সের তথ্য, ৩৬ বর্ষী মেসির ছয়টি জার্সি তাদের কাছে রয়েছে। এগুলো হল- ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অব সিক্সটিন এবং গ্রুপপর্বের দুটি ম্যাচের জার্সি, যা তাদের সংগ্রহে এসেছে। ৩০ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির অনলাইন গ্যালারিতে সেগুলো প্রদর্শিত হবে।

২০২২ সালের মে মাসে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত ম্যাচের জার্সিটিও একই প্রতিষ্ঠান নিলামে বিক্রি করেছিল। জার্সিটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View