এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস সেইন্ট জার্মেইন থেকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আসার পর দুই বছর কাটিয়ে ফেলেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চলতি মৌসুম শেষ হলে ইন্টার মিয়ামির সাথে চুক্তি শেষ হয়ে যাবে তার। এ সময় মেজর লিগ সকারে তার চুক্তি ও অবসর নিয়ে গুঞ্জন উঠেছে। মেসির অবসরের গুঞ্জনে চটেছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো।
৩৮ বর্ষী মেসির ইন্টার মিয়ামিতে আরও ১২ মাস চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ এখনও কার্যকর হয়নি। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য এখানে থেকেও যেতে পারেন মেসি। তবে সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাব আসতেই থাকবে তার জন্য।
মেসির অবসর গুঞ্জনে জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো বলেছেন, ‘মেসির অবসরের বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি। মেসি সেই অধিকার অর্জন করেছে সে কোথায় খেলতে চায় এবং কত সময় ধরে খেলতে চায়। যতক্ষণ সে খেলতে থাকবে, সেটা দেখাও শান্তির।’
‘এটা তার উপর অনেক বড় প্রভাব ফেলবে। সে এমন একজন খেলোয়াড় যার ব্যক্তিত্ব অনেক ভালো এবং দলের প্রতি তার মনোভাব খুবই ইতিবাচক। রদ্রিগো ডে পল মেসিকে ভালো করে জানে। আশা করছি সে ক্লাব এবং মেজর লিগ সকারে ইতিবাচক প্রভাব রাখবে।’
সম্প্রতি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। মেজর লিগ সকারের অলস্টার গেমে না খেলায় এ শাস্তি পান আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।








