চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি লিগের প্রায় ১৪ হাজার কোটির প্রস্তাবে রাজি মেসির বাবা

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে জুনের ৩০ তারিখ। এরপর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী মহাতারকা। আগামী মৌসুমে কোথায় নাম লেখাবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক ক্লাব বার্সায় ফেরা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও ফরাসি সংবাদ মাধ্যমে খবর, মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবের ক্লাবের প্রস্তাবেই রাজি হয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো জানাচ্ছে, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছ থেকে রেকর্ড ১২০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৭৬৯ কোটি টাকা। যদি এই পরিমাণ অর্থে সৌদি ক্লাবে মেসি যোগ দেন, তাহলে আল নাসের থেকে ৩৮ বর্ষী রোনালদো যে বেতন পাচ্ছেন সেটির প্রায় দ্বিগুণ পাবেন ৩৫ বর্ষী মেসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সপ্তাহ দুই আগে বার্তা সংস্থা এএফপি দাবি করেছিল, ৪০০ মিলিয়ন পাউন্ডে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল। যদিও সেদিনই মেসির বাবা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বিষয়টি মিথ্যা।

এবার অবশ্য বিষয়টি নিয়ে এখনও কোনো কথা বলেননি মেসি বা তার বাবা। আগে মেসির বাবা বলেছিলেন, মেসির ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলবেন জুনে চুক্তি শেষ হওয়ার পর। এখন দেখার অপেক্ষা আগামী মাসের শুরুতে মেসির চুক্তি নিয়ে কোন খবর আসে।