চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আল হিলালের সঙ্গে দরদাম করতে নিষেধ করছেন মেসি

KSRM

পিএসজি থেকে কদিন আগেই বিদায় নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে দলে টানতে বেশ আগ্রহী সৌদি ক্লাব আল হিলাল। ক্লাবটি থেকে বড় অর্থের প্রস্তাবও পেয়েছেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। তবে সাবেক ক্লাব বার্সায় ফিরতে চাচ্ছেন মেসি। সে কারণে সৌদি প্রো লিগের ক্লাবটির কর্তাদের সঙ্গে দরদাম করতে নিষেধ করছেন তিনি। 

সোমবার সৌদি ক্লাবটির একদল প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছিলেন মেসির প্রতিনিধিরা। সেখানে মধ্যপ্রাচ্যের ক্লাবটিকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে। প্রতিনিধিদের তাকে নিয়ে ক্লাবটির সঙ্গে দরদাম করতেও নিষেধ করেছেন। এমনকি, ক্লাব কর্তাদের নিকট দুঃখ প্রকাশ করেছেন মেসি।

Bkash July

মেসি এমন প্রতিক্রিয়ায় বেশ অবাক হয়েছিলেন আল হিলাল কর্তারা। বলেছেন, আগামী বছর তারা মেসিকে পেতে চাইছেন। সে সময় নতুন করে প্রস্তাব উপস্থাপন করবেন তারা। যা বর্তমান প্রস্তাব থেকে ভিন্ন হবে।

এদিকে, মেসির বার্সায় ফেরার আলোচনা আরও জোরালো হয়েছে। মেসির প্রত্যাবর্তনে বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

Reneta June

সোমবার বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকও করেছেন মেসির বাবা হোর্হে মেসি। বৈঠকের পর বলেছেন, ‘লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। শীঘ্রই মেসির ভবিষ্যৎ জানতে পারবেন।’

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View